শিবগঞ্জে ইথিলিন গ্যাস দিয়ে আম পাকানোর কৌশল শীর্ষক মাঠ দিবস

128

শিবগঞ্জে বাণিজ্যিক উপায়ে ইথিলিন গ্যাস প্রয়োগের মাধ্যমে আম পাকানোর কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পৌর এলাকার একাডেমি মোড়ের একটি আম বাগানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা জুবায়ের আল ইসলাম, পরীক্ষণ কর্মকর্তা আনোয়ার ইসলাম ও আম উদ্যোক্তা ইসমাইল হোসেন শামীম খানসহ অন্যরা। বক্তারা বলেন, এ ইথিলিন চেম্বারের মাধ্যমে চাষিরা ইচ্ছেমত আম পাকাতে পারবে। এতে আম পাকতে সবোর্চ্চ সময় লাগবে ৪৮ ঘণ্টা।