শিবগঞ্জে আমে কেমিক্যাল মেশানোর অভিযোগে ৩ জনকে কারাদন্ড

160

আমে কেমিক্যাল মেশানোর অভিযোগে ২৫ মন আম ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে আমের মালিক ও শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হল-মোবারকপুর ইউনিয়নের হাফিজুর রহমানের ছেলে মালিক সেবারুল ইসলাম, কান্তিনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির হোসেন ও টিকরি বটতলা হাটের আবুল হোসেনের ছেলে মজিবর রহমান। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, গতকাল বিকেলে এসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মোবারকপুর এলাকার সেবারুল ইসলামের আম আড়তে অভিযান চালিয়ে কেমিক্যাল মেশানো অবস্থায় হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আমের মালিক সেবারুল ইসলামকে ৬ মাস, তার সহযোগি শ্রমিক কবির ও মজিবুরকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয় এবং জব্দকৃত আমগুলো কেরোসিন মিশিয়ে কানসাট ব্রীজের নিচে পানিতে ফেলে দেয়া হয়। এ সময় শিবগঞ্জ থানার ওসি শিকাদার মশিউর রহমান, ওসি তদন্ত সেলিম রেজা উপস্থিত ছিলেন।