শিবগঞ্জে আন্ত:জেলা ডাকাত সর্দার মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ

শিবগঞ্জ উপজেলা থেকে ৭ মামলার আসামী আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মানিক আলীকে দুইশত গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুর  উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে। আজ বিকাল ৪টার দিকে কানসাট বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর হেরোইন ক্রয়-বিক্রয়কালে গ্রেপ্তার হন মানিক। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া জানান, উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের ডাকাত বিরোধি বিশেষ অভিযানে শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট থানায় দায়ের হত্যা, ডাকাতি, দস্যূতা, ছিনতাই, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগ দায়ের অন্তত: ৭ মামলার আসামী কূখ্যাত ডাকাত মানিক গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।