শিবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ২ হোটেল মালিককে জরিমানা

শিবগঞ্জে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও খাদ্যদ্রব্য প্রস্তুতকরণের সাথে কর্মচারীদের অপরিচ্ছন্নতার অভিযোগে দুই হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকালে উপজেলার শিবগঞ্জ বাজারের মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্ট ও ফরেস্ট ক্যাফে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান বিশেষত হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। বাজার তদারকিতে সহায়তা প্রদান করে চাঁপাইনবাবগঞ্জ কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও নিরাপত্তা দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটালিয়ন।