শিবগঞ্জে অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন পাকবাহিনীর গুলিতে আহত হুমায়ুন

134

স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সমাজসেবা অফিসার কাঞ্চনের হস্তক্ষেপের মাধ্যমে ১৯৭১ সালে পাকবাহিনীর গুলিতে আহত হুমায়ুন আলি বয়স্ক ভাতার কার্ড পেলেন। আজ দুপুরে শিবগঞ্জ মহাবিদ্যালয় প্রাঙ্গনে হুমায়ুন আলির হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, অধ্যক্ষ ব্রাইনির ইসলামসহ অন্যরা। উল্লেখ্য ১৯৭১ সালে ৮ অক্টোবর উপজেলা শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চৌধুরীপাড়ার আলতাফ চৌধুরী, মিন্টু চৌধুরী, আব্দুল বারী চৌধুরীসহ ৭-৮ জনকে পাকবাহিনী গুলি করে হত্যা করলে আতঙ্কিত হয়ে পার্শ্ববর্তী সদাশিবপুর গ্রামের লোকজন ভয়ে পালানোর সময় তিনজনকে পাকবাহিনী তাদের দেখে ফেললে বাঁশবাগানের মধ্যে স্বাধীনতার পক্ষের ৪০ জন যুবককে গুলি করলে হুমায়ুনের আপন দুই ভাইসহ ৯ জন ঘটনাস্থলে মারা যান। এতে আহত হয় প্রায় ২৫ জন। আহতদের মধ্যে হুমায়ুন আলি একজন।