শিবগঞ্জে অধ্যয়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

202

শিবগঞ্জে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলা মিলনায়তনে শিবগঞ্জ শিক্ষা কল্যাণ তহবিল এবং শিবগঞ্জ শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ, সহকারি কমিশন (ভূমি) আরিফা সুলতানা, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামসহ সকল ইউপি চেয়ারম্যানগণ। আলোচনা শেষে উপজেলার ১৬ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা করে চেক তুলে দেন অতিথিগণ।