শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২৭ হাজার ৫’শ টাকা ও পানিতে ডুবে নিহত ২জন পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ অন্যনা।