শিবগঞ্জের ফতেপুর সীমান্তে বিটে শুরু হয়েছে গরু আসা

335

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বৈধ পথে গরু-মহিষ আসা শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত বিটে সরকারি বিধি-বিধান মোতাবেক গরু-মহিষ আসছে। চলতি বছরের ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর মন্ত্রীর একান্ত সচিব ডা. হারুন অর রশিদ বিশ্বাসের স্বাক্ষরিত পত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশে শিবগঞ্জ উপজেলার ফতেপুর বিওপির অধীনে সীমান্ত এলাকায় দৈনিক ভারত থেকে যত গবাদি পশু আসবে তত গবাদি পশুর কাস্টমস এক্সাইজ ভ্যাট পরিশোধের নিমিত্তে শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের এনামুল হকের ছেলে কেনাল আলীকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশ মোতাবেক ফতেপুর বিওপির অধীন সীমান্ত এলাকায় গবাদি পশু বিট-খাটাল স্থাপন পরিচালনা ও অনুমোদনের নিমিত্তে গবাদি পশু খাটাল স্থাপন করার জন্য নির্দেশ প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশ প্রদানের ছায়ালিপি মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকা পিলখানা সদর দফতর, বিভাগীয় কমিশনার রাজশাহী, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জকে প্রেরণ করা হয়। অনুমতি পত্র পাওয়ার পর ২০১৪ সালের ২৮ সেপ্টম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত শাখা-২ এর প্রজ্ঞাপন নীতিমালা অনুসারে বিট বা খাটাল পরিচালনা হয়ে আসছে।