শিগগিরই ‘অ্যাওয়ার্ড নাইট’ করবে বিসিবি

180

ক্রিকেটেও অনেক দেশ বছরের সেরা খেলোয়াড়কে স্বীকৃতি দিয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর শুরুটা অনেক আগে করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেয়া হচ্ছে না সেরার স্বীকৃতি। তবে এবার আবারও অ্যাওয়ার্ড নাইট করার কথা ভাবছে বিসিবি। আজ দেয়া হয় জাতীয় ক্রীড়া পুরস্কার। ওই অনুষ্ঠানে হাজির হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনূস জানিয়েছেন নিজেদের পরিকল্পনার কথা। তিনি বলেছেন, অনেকদিনের একটা বিরতি হয়ে গেছে, প্রায় ১৫-১৬ বছর ধরে অ্যাওয়ার্ডটা দেয়া হচ্ছে না। পেছনে গিয়ে অ্যাওয়ার্ডগুলো দেয়া শুরু করবো নাকি নতুন করে চলমান বছরের অ্যাওয়ার্ড দেবো সেটা নিয়ে দ্বিধায় আছি।