শিক্ষা উপকরণ মেলা চালু

1636

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য শিক্ষা উপকরণ নিয়ে এক মেলার আয়োজন করেছে শিবগঞ্জের আদিনা ফজলুল হক পিটিআই। আজ দুপুরে মেলার উদ্বোধন করেন, প্রতিষ্ঠান প্রাধন নেফাউর রহমান। এতে অংশগ্রহন করেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১০০ জন প্রশিক্ষনার্থী। এ ধরনের মেলা বাংলাদেশে আদিনা ফজলুল হক পিটিআই প্রথম চালু করলো এমন দাবি করে সুপারিনটেনডেন্ট নেফাউর রহমান বলেন, প্রশিক্ষণার্থী প্রাথমিক শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির জন্য নিজেদের মধ্যে এই আন্তঃ প্রতিযোগীতামূলক মেলার আয়োজন করা হয়েছে। এতে করে প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানে শিক্ষকরা। পিটিআইয়ের আওতাভূক্ত উপজেলার ১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুশীলন পাঠদানকারী শিক্ষকরা আলাদা আলাদা স্টল দেন। প্রশিক্ষকদের এবং প্রশিক্ষনার্থীদের ভোটে নির্বাচিত প্রথম তিনটি স্টলকে পুরস্কার দেয়া হবে বলে জানান, ইন্সট্রাক্টর ইশতিয়াক আহমেদ।