শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মনিপুর স্কুল কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ

66

আজ শুক্রবার ১৫ মার্চ সারাদেশের বিভাগীয় পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল ও স্কুল-২ পর্যায়ে পরীক্ষা চলে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে দীর্ঘ সময় পর সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরপর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। মনিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ৯টার পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানালে আধা ঘণ্টা পর তা স্থগিত করে দেওয়া হয়। এরপর সাড়ে সকাল ১১টার দিকে সঠিক প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা একজন শিক্ষক কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীরা জানায় তাদের বিষয় কোড ছিল-২০০, যেখানে বিষয় কোড-৩০০ এর প্রশ্নপত্র দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরীক্ষা শুরুর ৩৫ মিনিট পর তা স্থগিত করা হয়। বিষয়টি এনটিআরসিএ কর্তৃপক্ষকে জানানোর পর তারা সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। তিনি আরো বলেন, ‘কেন্দ্রে যারা প্রশ্নপত্র পাঠিয়েছেন, এটি তাদের ভুল ছিল। প্যাকেট করে যে প্রশ্নপত্র পাঠানো হয়েছে, তা পরীক্ষার আগে খুলে দেখার সুযোগ নেই।’এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন তিনি এ বিষয়ে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদন দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’ অন্য কেন্দ্রগুলোতেও কিছু সমস্যা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এসব কেন্দ্রে যা হয়েছে তা নিয়েও সংশ্লিষ্টরা প্রতিবেদন দেবেন। সারাদেশে ৫০টি কেন্দ্র রয়েছে, দুই একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটতে পারে। পরবর্তীতে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছি। আগামীকাল শনিবারের মধ্যে সব কেন্দ্রের প্রতিবেদন আমাদের হাতে আসবে। জানা যায়, সারাদেশে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অংশগ্রহণের ১৮-তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।