শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জেলা প্রশাসনের কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সরকারি নির্দশনা অনুযায়ী এবারের সকল কর্মসূচিতে বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার পাশাপাশি ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় বিস্তারিত আলোচনার পর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, একুশ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়ও ২০ ফেব্রুয়ারির মধ্যে শিশুদের মধ্যে রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আইনশৃঙ্খলা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ তার বক্তব্যে শহীদ মিনারসহ সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।