শরত বরণ পোশাকে

74

এখন শরতকে বরণ করা মানে উদযাপন। শরতকে বরণের ক্ষেত্রে পোশাক বাছাই করা জরুরি। কারণ হাজার ব্যস্ত হলেও এই ঋতুকে একটু ঘোরার সুযোগ বের করে নেওয়া যায়। শরতেই খুঁজে নেওয়া যায় স্বস্তির বার্তা। শরতে যদি নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান তাহলে পোশাকে কিছু পরিবর্তন আনতে পারেন। দেখবেন ঋতুর সঙ্গে নিজের রুপবদলে ইতিবাচক একটি পরিবর্তন আসছে।

শরতে পোশাক করলে প্রকৃতির কোলঘেষে যাওয়াই ভাল। তবে এই প্রকৃতি সবুজ বা ঘন নিবিড় বন নয়। এই প্রকৃতি মাথার ওপর চড়ুইয়ের আঁকাবাকা আকাশ। তাই নীল ও সাদার সমন্বয়ে পোশাক বাছাই করাই শ্রেয়। পোশাকে প্যাস্টেল জাতীয় রঙ কেন যেন শরতে অনেক সুন্দর দেখায়। এমনকি শরতে শিউলি বকুলের কমলাভ রঙের পোশাক গড়ে নিতে পারলে কত সুন্দর লাগবে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই শরতেই আসছে শারদীয় দূর্গাপূজা। তাই প্রস্তুতিও সেভাবে করা চাই। নীল-সবুজ শেডের পাশাপাশি সাদা-লাল পোশাকের চাহিদা থাকে তুঙ্গে। রঙ নিয়ে সাদামাটা বৈচিত্র্যে রাঙিয়ে তুলুন আপনার শরত। শরতের প্রকৃতি, শরতের আবহাওয়া প্রতিটি দিনে এনে দিতে পারে স্নিগ্ধতা, একটু একটু আনন্দ। আজ বা কাল—কোনো এক শারদপ্রাতে ঘাসে থাকা হালকা শিশিরে পা ভিজিয়ে, স্বচ্ছ নীল আকাশ দেখে মনে একটু স্নিগ্ধতার ছোঁয়া লাগিয়ে শরতের উদ্‌যাপন ভালোভাবেই করা যায়। সেক্ষেত্রে পোশাকই আপনার সবচেয়ে প্রিয় সঙ্গী।