Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শত বছরের জগবন্ধু ঠাকুর বাড়ি

শত বছর ধরে পূজা পার্বণ উপলক্ষে নানা  উদযাপনের কেন্দ্র হিসেবে পরিচিত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জগবন্ধু ঠাকুর বাড়ি। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা আর সবচেয়ে বড় করে দুর্গা পূজা পালন করা হয়। দুর্গাপূজার সময় মন্দির প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বসে মেলা। জানা যায়,পঞ্চগড় ভারতবর্ষের কুচবিহারের অর্ন্তভুক্ত থাকাকালীন তৎকালীন কুচবিহারের মহারাজা নিপেদ্র নারায়ণ ১৯১৪ সালে জগবন্ধু ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করেন। শত বছরের পুরানো এই মন্দির দেখতে  প্রতিদিন ভিড় করে মানুষ। মন্দির দেখতে আসা আবুল হোসেন বলে, “মানুষের কাছে শুধু শুনি এখানে অনেক পুরানো মন্দির আছে, দুর্গা পূজায় মেলা বসে। তো আজকে দেখতে আসলাম দেখে খুব ভালো লেগেছে আমার।” ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শ্রাবণ গোস্বামী বলে,ঠাকুর বাড়িতে প্রতিবছর দুর্গা পুজায় অনেক লোক আসে, মেলা বসে মাঠে আমরা খুব আনন্দ করি । স্থানীয় বাসিন্দা দীপা ভট্টাচার্য হ্যালোকে বলেন,”ঠাকুর বাড়িতে ১৯১৪ সাল থেকেই নিয়মিতভাবে বিভিন্ন পূজা চলছে, আগে মন্দির আমার শ্বশুর মশায় দেখাশোনা করতেন এখন আমার স্বামী দায়িত্ব পালন করছেন।”
Exit mobile version