Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শচীনের চোখে ভারতের হারের প্রধান কারণ

প্রথমবার আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। এই ঐতিহাসিক শিরোপা জয়ের পর কিউই শিবির যেমন আনন্দে ভেসে যাচ্ছে, তেমনই ভারতীয় দল তাদের পরাজয়ের কারণ খুঁজতে পারফর্মেন্সের কাঁটাছেড়া করছে। ম্যাচ শেষে ভারতীয়দের পরাজয়ের প্রধান কারণ সম্পর্কে বলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

ষষ্ঠ দিনের খেলা শুরুর আগেই শচীন টুইট করে বলেছিলেন, ভারতকে প্রথম ১০ ওভার ভালো খেলতে হবে। তাহলেই ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসবে। বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা শুরুটা ভালো করলেও প্রথম ১০ ওভারের মধ্যে দুজনেই ফিরে যান। ষষ্ঠ দিনের ষষ্ঠ ওভারে কাইল জেমিসন তুলে নেন কোহলিকে। কিছুক্ষণ পরে সেই জেমিসনের বোলিংয়েই আউট হন পূজারা।

গতকাল ম্যাচ শেষের পর শচীন টুইট করেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য নিউজিল্যান্ডকে অনেক অভিনন্দন। তোমরা যোগ্য দল হিসেবেই জিতেছ। নিজেদের খেলা নিয়ে নিশ্চয়ই হতাশ টিম ইন্ডিয়া। আগেই বলেছিলাম, প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভারত তার মধ্যেই ১০ বলের ব্যবধানে কোহলি এবং পূজারাকে হারাতে হয়েছে। এতে পুরো দলের উপর বিরাট চাপ পড়ে গিয়েছিল।’

Exit mobile version