শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদরাসায় বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

205

সদর উপজেলার শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদরাসার দাখিল, আলিম ও কামিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত দোআ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদরাসার সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও। সঠিক ও সুশিক্ষা নিয়ে মানুষ হতে হবে। তাহলে সমাজে, দেশে সম্মান ও শ্রদ্ধা পাওয়া যাবে। এসময় তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মাদককে, জঙ্গীবাদকে, যৌতুককে না বলবে। সন্তানের শিক্ষায় বাবা-মাকে গুরুত্ব দিতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, মাদ্রাসার অধ্যক্ষ ড: এমরান হোসেন, নামোশংকরবাটী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মতিউর রহমান, অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার মুহাম্মদ আব্দুল বারী, মাদরাসার দাতা সদস্য ইউসুফ আলীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদরাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় ৪৭ জন, আলিম পরীক্ষায় ৫১ জন ও কামিল পরীক্ষায় ১৩০ জন শিক্ষার্থী অংশ নিবে।