লড়াকু পুঁজি তামিমদের বিপক্ষে সাকিবের রংপুরের

43

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। বিপিএলের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৩৪ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। ফলে জয়ের জন্য ১৩৫ রান করতে হবে তামিম ইকবালের বরিশালের। এর আগে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটা হয় দুঃস্বপ্নের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ব্রেন্ডন কিং। মোহাম্মদ ইমরানের ফুলার ডেলিভারিতে কিছু বুঝে উঠার আগেই স্টাম্প হারিয়ে ফেলেন ক্যারিবিয়ান ওপেনার। পরের ওভারে রনি তালুকদারকে তুলে নেন খালেদ আহমেদ। একই ওভারে বড় মাছ শিকার করেন ডানহাতি এই পেসার। ওয়ানডে বিশ্বকাপের পর আজই প্রথম মাঠে ফেরেন সাকিব আল হাসান। কিন্তু ৩ বলে ২ রান করে খালেদের বলে বোল্ড হন তিনি। পাওয়ার প্লের ভেতরই আফগান অলরাউন্ডার আজমতউল্লাহর ওমরজাইকে হারিয়ে আরও চাপে পড়ে রংপুর। নুরুল হাসান সোহান ও শামীম হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু নিজের প্রথম ওভারেই ৩৪ রানের এই জুটি ভাঙেন সদ্য বিবাহিত শোয়েব মালিক। তার বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন সোহান। ২৩ বলে ২ চারে ২৩ রান করেন রংপুর অধিনায়ক। শামীমও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩৩ বলে ১ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন এই বাঁহাতি। শেখ মাহাদীর ১৯ বলে ৪ চার ও ১ছক্কায় ২৯ রানে একশ পার করে করে রংপুর। বরিশালের হয়ে৩১ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ। এছাড়া মেহেদী হাসান মিরাজ দুটি এবং একটি করে শিকার ইমরান, দুনিথ ওয়েলালাগে ও শোয়েব মালিকের।