লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬০

লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮ জন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ অক্টোবর) লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেক শহরের কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে। বেকা উপত্যকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনও চলছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।ইসরায়েল গত পাঁচ সপ্তাহে লেবানন জুড়ে হাজার হাজার বিমান হামলা চালিয়েছে। তেল আবিব বলছে, তারা হিজবুল্লাহর নেতৃত্ব, অবকাঠামো ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বালবেকের গভর্নর বাচি খোদর গত মাসে ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত বাড়ার পর থেকে এই এলাকায় সোমবারের হামলাকে ‘সবচেয়ে ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। বালবেক শহরে হামলা চালানোর আগে সোমবার লেবাননের উপকূলীয় টায়ার শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টায়ার শহরে ইসরায়েলি হামলায় সাতজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ইসরায়েল জনগণকে শহরের কেন্দ্রস্থল ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, তারা সোমবার লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে ইসরায়েলি সৈন্যদের সাথে লড়াই করেছে এবং ইসরায়েলের হাইফা অঞ্চলের একটি নৌ ঘাঁটিতে রকেট ছুড়েছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এর পরের দিন হামাসকে সমর্থন জানিয়ে লেবাবনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়তে শুরু করলে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তখন থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েল গত মাস থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তীব্র বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে।লেবাননের সরকার বলছে, ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ১৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।