লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ তারা দেশে ফেরেন। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়। আইওএম’র সহায়তায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সযোগে ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।