লিখটেনস্টেইনকে ৫-০ গোলে হারাল ইতালি

505

বিশ্বকাপ বাছাইপর্বে রবিবার রাতে দুর্বল লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। উদিনেতে প্রথমার্ধে লরেঞ্জো ইনসিনিয়ের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মাতে স্বাগতিক ইতালি। দলের আন্দ্রেয়া বেলোত্তি, এদের, ফেদেরিকো ও মানোলো গাব্বিয়াদিনি একে একে লক্ষ্যভেদ করেন। ইতালির গোলের অপেক্ষা শেষ হয় ৩৫তম মিনিটে। ডান দিক থেকে মিডফিল্ডার লিওনান্দো স্পিনাজ্জোলার ডি-বক্সে বাড়ানো বল পা দিয়ে উপরে তুলে জোরালো কোনাকুানি শটে দলকে এগিয়ে দেন নাপোলির ফরোয়ার্ড ইনসিনিয়ে। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দুজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে ইনসিনিয়ের বাড়ানো বল ধরে দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তোরিনোর ফরোয়ার্ড বেলোত্তি। আর ৭৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এদের। ডান-দিকে বেলোত্তিকে পাস দিয়ে দ্রুত ভিতরে ঢুকে ফিরতি বল আট গজ দূর থেকে ভলিতে জালে পাঠান কিছুক্ষণ আগেই বদলি নামা ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। স্কোরলাইন ৪-০ করে সব অনিশ্চয়তার ইতি টানেন ফেদেরিকো। যোগ করা সময়ে ১০ গজ দূর থেকে দলের শেষ গোলটি করেন গাব্বিয়াদিনি।