লা লিগা ফিরিয়ে দিল নেইমারের বাই আউটের অর্থ

686

নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার প্রক্রিয়া নাটকীয় মোড় নিয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আইনজীবিরা বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে গেলে তা ফিরিয়ে দেয় লা লিগা কর্তৃপক্ষ।বৃহস্পতিবার বিবিসি স্পোর্টকে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।এদিকে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লা লিগা কর্তৃপক্ষের বিশ্বাস নেইমারকে কিনতে গিয়ে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙছে পিএসজি।এর আগে বার্সেলোনাও জানিয়েছিল, উয়েফার কাছে তারা পিএসজির বিরুদ্ধে এফএফপির নিয়ম ভাঙার অভিযোগ করবে।স্পেনের নিয়ম অনুযায়ী, বাই আউটের ক্ষেত্রে একজন খেলোয়াড়কে অবশ্যই তার নিজেকে কিনে নিতে হবে। ক্লজের মোট অর্থ লা লিগায় জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপর লিগ কর্তৃপক্ষ ওই অর্থ খেলোয়াড়টিকে বিক্রি করা ক্লাবকে দেয়। এফএফপির নিয়ম অনুযায়ী, একটি দল তার মোট আয়ের চেয়ে তিন কোটি ইউরোর বেশি খরচ করতে পারবে না।