লন্ডন ছেড়ে এবার কার্ডিফে টাইগাররা

127

বিশ্বকাপের প্রথম এক সপ্তাহ লন্ডনেই কাটিয়ে দিলো টিম বাংলাদেশ। নিজেদের প্রথম দুটি ম্যাচই যে লন্ডনেই খেলতে হয়েছে বাংলাদেশ দলকে! কেনিংটন ওভালে (দ্য ওভাল) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনার পর, গতকাল বুধবার একই মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করে হেরেছে বাংলাদেশ। লন্ডন মিশন শেষ। এবার কার্ডিফ মিশন। যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের। আগামী ৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে।

সেই ম্যাচের জন্য আজই কার্ডিফ চলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এবং টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে জানিয়েছেন, ‘লন্ডনের সময় দুপুর ১২টায় টিম বাসে করে কার্ডিফের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল।’

লন্ডন থেকে কার্ডিফ যেতে সময় লাগে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। অর্থ্যাৎ কার্ডিফ পৌঁছাতে পৌঁছাতে বিকাল সাড়ে ৩টা থেকে চারটা বেজে যাবে মাশরাফি-সাকিবদের। সুতরাং, আজ এটুকু ছাড়া বাংলাদেশ দলের আর কোনো কর্মসূচি নেই। অর্থ্যাৎ, কোনো অনুশীলন কিংবা মিডিয়া সেশন নেই। কার্ডিফে অনুশীলন করবে আগামীকাল