লক্ষ্ণৌতে হোটেলে অগ্নিকা-ে শিশুসহ ৫ জনের মৃত্যু

227

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে জনপ্রিয় একটি হোটেলে বড় ধরনের অগ্নিকা-ে একটি শিশুসহ পাঁচ জন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে লক্ষ্ণৌ রেলস্টেশনের নিকটবর্তী হোটেল বিরাট ইন্টারন্যাশনালে আগুন লাগার পর কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় আহত আরও পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেল ভবনটি থেকে ৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুজিত পান্ডে। আগুন লাগার কারণ তখনো পর্যন্ত বের করা যায়নি বলে জানিয়েছেন তিনি। তদন্তে হোটেল কর্তৃপক্ষের কোনো গাফলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ভোর ৬টার একটু পরে দমকল বাহিনী আগুন লাগার খবর পায়। পরে দমকল কর্মীদের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় হোটেলটিতে ৩৫ থেকে ৪০ জন অতিথি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা। আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেলের সবগুলো কক্ষ ভালোভাবে পরীক্ষা করা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হোটেলটি সামনের অংশ পুড়ে গেলেও ভিতরের কক্ষগুলো অক্ষত ছিল। সংলগ্ন এসএসজে ইন্টারন্যাশনাল হোটেলে আগুনের সূত্রপাত হয়ে হোটেল বিরাট ইন্টারন্যাশনালে ছড়িয়ে পড়ে বলে ধারণা দমকল কর্মীদের।