লকডাউনের তৃতীয় দিন : জেলাশহরে নির্দেশনা অমান্য করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

115

চাঁপাইনবাবগঞ্জে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত জেলাশহরের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রণীত সরকারি নির্দেশনা অমান্য করায় এ সময় তাদেরকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান জানান, জেলাশহরের নিউমার্কেট, সেন্টু মার্কেট, সাটু হল মার্কেট, ক্লাব সুপার মার্কেট, পুরাতন বাজার, শিবতলা, বারঘরিয়াসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রণীত সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তিনি আরো জানান, এসময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে আহ্বান জানানো হয়। এছাড়া জনগণকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় সহকারী কমিশনার শাহনাজ পারভীনসহ র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।