র‌্যাবের অভিযানে ফেনসিডিল বোঝাই ট্রাকসহ মোট ৩০ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা

245

সদর উপজেলার রেহাইচর এলাকায় নতুন স্টেডিয়ামের সামনে মহাসড়কের দুই পাশে অভিযান পরিচালনা করে একটি ট্রাকসহ একজনকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর এলাকার সেলিম খানের ছেলে মাসুম খান ও দিনাজপুর জেলার কোতোয়ালী উপজেলার মিশন রোডের জাবেদ সুলতানের ছেলে শুভ সুলেমান। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় ১১৫ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ১টি ট্রাকসহ হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও, গতকাল দিনব্যাপী জেলার সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ২৯ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয় এবং ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারী কোষাগারে জমা করা হয়। ঘটনাস্থলে আসামীদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ৯ হাজার লিটার চোলাই মদ, ১২ টি এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।