র‌্যাব-বিজিবির অভিযানে সোনামসজিদে ফেনসিডিলসহ ভারতীয় ট্রাক জব্দ

141

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী কলোনিপাড়া তালতলা বাজারে র‌্যাব ও ৫৯ বিজিবি’র যৌথ অভিযানে ১ হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাব ও ৫৯ বিজিবি’র যৌথ টহল দল এই অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, সীমান্ত এলাকায় পাথরবোঝাই ভারতীয় ট্রাকে ফেনসিডিলের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অপারেশন পরিচালনা করে। অপারেশনে ট্রাকটি শনাক্ত করা গেলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। এরপর ৫৯ বিজিবি’র সহায়তায় ভারতীয় ট্রাকটি জব্দ করে তল্লাশি করার সময় পাথরে লুকানো অবস্থায় ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ফেনসিডিল বহন করা ভারতীয় ট্রাকটিসহ ফেনসিডিলগুলো জব্দ করা হয়।