র্যাবের অভিযানে শিবগঞ্জ সীমান্তে ৪৯৭ বোতল ফায়ারডিল জব্দ

শিবগঞ্জ উপজেলা সীমান্তে র্যাবের অভিযানে ৪৯৭ বোতল ফায়ারডিল বা বাজারজাতকৃত ফেনসিডিল সিরাপ জব্দ হয়েছে। ফায়ারডিল ফেনসিডিলের উপাদনেই ভারতে উৎপাদিত কিন্তু ভিন্ন নামে বাজারজাতকৃত একটি সিরাপ বলে জানিয়েছে র্যাব। তবে অভিযানে কেউ আটক হয় নি। গতকাল সন্ধ্যায় মনাকষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামে শফিকুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বাবু পালিয়ে গেলেও তাঁর শয়নকক্ষে ৫টি প্লাষ্টিকের বস্তায় মজুদ করা ৪৯৭ বোতল ফায়ারডিল সিরাপ জব্দ হয়। বাবু ওই গ্রামের একরামুল হক জালা্েযলর ছেলে। আজ সকালে র্যাব-৫ ব্যাটায়িনের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য কেনা-বেচার গোপন খবরে অভিযান চালায় র্যাব। অভিযানে জব্দ ফায়ারডিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।