র‌্যাবের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের মূলহোতাসহ ২ সদস্য গ্রেপ্তার

193

শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল, অটোরিক্সা চোরচক্রের মূলহোতাসহ দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে একটি চুরি যাওয়া মোটরসাইকেল। গ্রেপ্তারকৃতরা হল-চক্রের মূলহোতা ও শিবগঞ্জের ইব্রাহীম আলী ফিটুর ছেলে বিপ্লব আলী ও চরহাসানপুর গ্রামের মাইনুল ইসলামের ছেলে রায়হান। র‌্যাব জানায়, গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ দেওয়ান জায়গীর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হয় ওই দু’জন। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিক্সা, মোটরসাইকেল চুরি করে সেগুলোর যন্ত্রাংশ খুলে ভিন্ন ভিন্ন স্থানে বিক্রিতে জড়িত। গত ১৫ মার্চ চুরি যাওয়া একটি মোটরসাইকেল অনেক খুঁজে না পেয়ে এর মালিক গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। এ ব্যাপারে জানতে পেরে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে ওই দু’জন ওই চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হয়।