রোহিঙ্গাদের রক্ষায় ৬ প্রস্তাব প্রধানমন্ত্রীর

441

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে একতা প্রদর্শনে অর্গানাইজেশন অব ইসলামিক  কো-অপারেশনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ফোরামের যেকোনো উদ্যোগে যোগ দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মিয়ানমারে ‘জাতিগত নির্মূল’ অভিযানে দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের ঢল সামলাতে বাংলাদেশের জন্য ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর কাছ  থেকে ‘জরুরি মানবিক সহায়তা’র আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের গতকাল ইউএনজিএ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ে ওআইসি’র কন্ট্রাক্ট গ্রুপকে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংকট সমাধানে আপনাদের ঐক্য প্রদর্শন করুন। এসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় নির্যাতন বন্ধ করে ‘সেইফ জোন’ তৈরি ও কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ছয়টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ারও প্রস্তাব দিয়েছেন।