রোমা মালকমের বদলে মেসিকে চায়

199

রোমার সঙ্গে মালকমের চুক্তি প্রায় চূড়ান্ত ছিল। এমন অবস্থায় ব্রাজিলের এই খেলোয়াড়কে বার্সেলোনার চুক্তিবদ্ধ করাটাকে ‘অনৈতিক ও অন্যায়’ মনে করছেন রোমার সভাপতি জেমস পাল্লোত্তা। জানিয়েছেন, লিওনেল মেসিকে পাঠালেই কেবল এ ব্যাপারে কাতালান ক্লাবটিকে ক্ষমা করবেন।
৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে মালকমকে দলে টানতে ফরাসি ক্লাব বোর্দোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছিল রোমা। এমন অবস্থায় ৪ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে এই উইঙ্গারকে দলে নেয় বার্সেলোনা। পাল্লোত্তার দাবি, মালকমের সঙ্গে তার ক্লাব চুক্তি করেই ফেলছিল। ২১ বছর বয়সী এই খেলোয়াড় ক্লাবটিতে যোগ দিতে ইচ্ছুকও ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দল-বদল নিয়ে আক্রমণভাগের এই খেলোয়াড় তার মত পরিবর্তন করে ফেলে।  মালকমকে ছিনিয়ে নেওয়ায় বার্সেলোনার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন পাল্লোত্তা। “বার্সেলোনা আমাদের কাছে ক্ষমা চেয়েছিল। তবে আমি তাদের ক্ষমা করিনি।” “দুটি শর্তের যে কোনো একটি মানলেই কেবল আমি ক্ষমা করবো: এক, খেলোয়াড়টিকে (মালকম) তারা আমাদেরকে দিয়ে দিক, যা সম্ভবত ঘটবে না।” “দুই, শুভেচ্ছার নিদর্শন হিসেবে তারা অন্তত আমাদের কাছে মেসিকে পাঠিয়ে দিতে পারে!” এই দল-বদলের জন্য বার্সেলোনা ও বোর্দো উভয় ক্লাবের কঠোর সমালোচনা করেছেন পাল্লোত্তা। “বার্সেলোনা যা করেছে তা করা যায় না বলে অন্য দলগুলো জানে। বোর্দোরও এটা করা ঠিক হয়নি। আইনি দিকটা পরে, কিন্তু এটা অনৈতিক ও অন্যায়।”