Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

রোনালদিনিয়ো বার্সায় দেখতে চান কৌতিনিয়োকে

লিভারপুলের প্লেমেকার ফিলিপে কৌতিনিয়ো বার্সেলোনায় দারুণভাবে মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনিয়োর।
সবশেষ দল-বদলে নেইমারের শূন্যতা পূরণে কৌতিনিয়োকে পেতে অনেক চেষ্টা চালায় বার্সেলোনা। কিন্তু তাদের তিনটি প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল।
পরে বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমানে দেম্বেলেকে দলে নেয় বার্সেলোনা। তবে কৌতিনিয়োকে পাওয়ার আশা এখনও ছাড়েনি তারা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আসছে জানুয়ারিতে ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে টানতে আবারও নাকি চেষ্টা চালাবে কাতালান ক্লাবটি।
২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত কাম্প নউয়ে আলো ছড়ানো রোনালদিনিয়োর মতে, স্প্যানিশ ক্লাবটিতে খুব ভালো করবেন তার স্বদেশি মিডফিল্ডার কৌতিনিয়ো।
স্কাই স্পোর্টসকে দুইবারের বর্ষসেরা ফুটবলার রোনালদিনিয়ো বলেন, “যে জার্সি আমি অনেক বছর পরেছি তা এমন মেধাবী একজন খেলোয়াড়কে পরতে দেখলে আমি খুব খুশি হব।”
“আমার বিশ্বাস, সে যেভাবে খেলে তা বার্সেলোনার ধরনের সঙ্গে পুরোপুরি মানায়। কৌতিনিয়ো যেভাবে খেলে তা আমি পছন্দ করি। এই ধরনের গুণগুলো ব্রাজিলকে আগামি বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে বলে আশা করি।”

Exit mobile version