রোটাভাইরাল ডায়রিয়ার প্রকোপ জেলা হাসপাতালে ভর্তি ৫৫ শিশু

চাঁপাইনবাবগঞ্জে শীতের শুরুতেই রোটাভাইরাল ডারিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ জন শিশু ভর্তি থাকছে। আক্রান্তের হার বছরের অন্য সময়ের তুলনায় তিনগুণ বেশি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত শিশুদের ওয়ার্ডে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ১৬ জন নবজাতক ও ৪৮ জন শিশু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮২ জন রোগী বিভিন্ন অসুখ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬০ জন ডায়রিয়া, ৩ জন ডেঙ্গু ও ৪ জন নিউমোনিয়া রোগী রয়েছে। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪০ জন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন— বছরে দুটি সময়ে রোগী কম থাকে। একটি শীতের শুরুতে এবং অন্যটি হচ্ছে রমজান মাসে। বর্তমানে এখনো শীতের তীব্রতা কম থাকায় রোগীর সংখ্যা কম আছে। বছরের অন্য সময়ে ৪শ’র বেশি রোগী ভর্তি থাকে। কিন্তু বর্তমানে তা কমে ৩শতে দাঁড়িয়েছে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত ডায়রিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, চর্মরোগ, ঠাণ্ডাজ্বর বৃদ্ধি পাবে।

এদিকে আজ সকালে শিশু ওয়ার্ডে দেখা যায়, বিছানা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতেই চিকিৎসা দেয়া হচ্ছে। শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান ও ডা. রেজাউল করিমকে চিকিৎসা সেবা দিতে দেখা গছে।

এসময় ডা. মাহফুজ রায়হান বলেন— শীতকালে প্রতিবছর শিশুরা রোটাভাইরাল ডায়য়ারিয়ায় আক্রান্ত হয়। এবারো ব্যাপক হারে শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ জন শিশু ভর্তি থাকছে। শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ডাবের পানি পান করানো, ডায়রিয়া দেখা দিলে রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ শিশুকে না খাওয়ানোর পরামর্শ দেন তিনি।