রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমির পেছনে অবস্থিত রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেফজুল উলুম হাফেজিয়া মাদরাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী এবং ২য় পর্বে সভাপতিত্ত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. মোফাজ্জল হক। এতে আরো উপস্থিত ছিলেন, চর-কাশিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুর, রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমি’র সেক্রেটারি আলহাজ্ব মো. হুসেন আলী, পরিচালক বাসেদ আলী, প্রধান শিক্ষক মো. জাকির হুসেন, একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৭জন শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ ও সাবক পাঠ করানো হয় এবং ১০জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্দ্ধনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শণী, অভিভাবকদের কুইজ প্রতিয়োগিতা’র আয়োজন করা হয়।