রেমিটেন্সই বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

204

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বিদেশে অবস্থানরত ১ কোটি ২০ লাখ কর্মীর পাঠানো রেমিটেন্সই বাংলাদেশের সুগঠিত অর্থনীতির অন্যতম ভিত্তি। আজ মিরপুরে ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরাই বাংলাদেশের গোল্ডেন বয়। বিদেশের মাটিতে বাংলাদেশের কর্মীরা নানা প্রতিকূলতা জয় করে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করছে এবং সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।