রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। সভায় উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার মোসা. মারুফা রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, সহকারী উপজেলা কৃষি অফিসার মো. এরশাদ আলী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি কর্ণেলিউস মুরমু।
আরো উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, আমি যতটুকু দেখেছি, রেডিও মহানন্দা বিভিন্ন বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে ভালো কাজ করছে। আপনারা এই ধরনের ভালো কাজগুলো অব্যহত রাখুন। এসময় তিনি ক্ষুদ্র নারী ও শিশুদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মানবপাচার প্রতিরোধ, মাদকের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।