রিয়াল সভাপতির বার্সেলোনাকে হারাতে বোনাস ঘোষণা

44

গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এবার শিরোপা পুনরুদ্ধার করার লড়াইয়ে খেলোয়াড়দের দলকে অনুপ্রাণিত করতেই হয়তো বোনাস ঘোষণা করেছেন পেরেজ। রোববার (১৪ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে নামবে দুই দল। দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলা দেখতে মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। ‘এল ক্লাসিকো’ জিততে মরিয়া থাকে এই দু’দল। আর খেলাটা যদি হয় ফাইনাল, তাহলে তো কথাই নেই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে এই দুই স্প্যানিশ জায়ান্ট। আর শিরোপা জিতলে ফুটবলারদের মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এর প্রতিবেদন অনুযায়ী, সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে হারাতে পারলে প্রত্যেক ফুটবলার পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও।