রিশাদ ঝড়ে সিরিজ জিতল টাইগাররা

49

ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। লঙ্কানদের হারানোর দিনে দলের চাপের মুখে ঝড়ো ব্যাটিং করেন রিশাদ হোসেন। ১৮ বলে ৪৮ রান করে দলকে সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন রিশাদ। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণি ম্যাচে শ্রীলঙ্কার ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে পাঠানো পৃথক বার্তায় তারা এই অভিনন্দন জানান।

এদিকে, সিলেট ও চট্টগ্রামে দুই দল দুটি টেস্ট খেলবে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২২ মার্চ। প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে নতুন মুখ নাহিদ রানা। নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না লিটন দাস। এক সিরিজ পরই দলে ফিরলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।॥