রায়ের বিষয়ে বিচারপতিগণ একমত : অ্যাটর্নি জেনারেল

385

পিলখানা হত্যা মামলায় ক’জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, ক’জন আসামির যাবজ্জীবন বহাল থাকবে এবং ক’জন খালাস পাবেন- এসব ব্যাপারে বিচারপতিগণ একমত হয়েছেন বলে আদালত জানিয়েছেন। আজ রবিবার বেলা দেড়টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে আপিলের রায় পড়া শুরু হয়। পরে দুপুরে অ্যাটর্নি জেনারেল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এই মামলায় এক বছরেরও বেশি সময় ধরে শুনানি হয়েছে। আজ এই মামলার রায় পড়ছেন আদালত। পূর্ণাঙ্গ রায় যদি পড়া হয়, তাহলে সময় লাগতে পারে। তিনি আরো বলেন, আজ হয়তো আসামিদের অর্ডার পোরশন (আদেশের অংশ) দেওয়া হবে, আসামির চূড়ান্ত রায় হবে বলে মনে হয় না। যেসব আসামির দণ্ড বহাল থাকবে বা খালাস পাবেন, কী কারণে দণ্ড বহাল থাকল বা খালাস হলো- তার পর্যবেক্ষণ ও যুক্তি আদালত তুলে ধরবেন। এই রায় কত পৃষ্ঠার, তা পূর্ণাঙ্গ রায় না হলে বলা যাবে না বলে উল্লেখ করেন তিনি