রাষ্ট্রপতির ক্ষমায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন ১০ কয়েদি

163

করোনা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাষ্ট্রপতির ক্ষমায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ১০ কয়েদি। আজ দুপুরে তাদের মুক্তি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার ইসমাইল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে প্রথম দফায় ১ জন, দ্বিতীয় দফায় ৭ জন ও তৃতীয় দফায় ৪৯ জনের মুক্তির আদেশ দেয় মন্ত্রণালয়। তবে অর্থদন্ড আদায় সাপেক্ষে দ্বিতীয় দফার ৭ জনকে দুই ধাপে মুক্তি দেয়া হয়। এদিকে তৃতীয় ধাপে ৪৯ জনের মুক্তির আদেশ আসলেও প্রথম ধাপে গত শুক্রবার ২৮ জন ও দ্বিতীয় ধাপে আজ ১০ জনকে মুক্তি দেয়া হয়। অবশিষ্ট ১১ জনকে অর্থদন্ড আদায় সাপেক্ষে মুক্তি দেয়া হবে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৩’এপ্রিল ১০৮ জনের মুক্তির প্রস্তাবনা পাঠানো হয়। সে মোতাবেক এ পর্যন্ত ৫৭ জনের মুক্তির আদেশ হয়েছে। জানা গেছে, মুক্তির আদেশপ্রাপ্ত সকলেই বিভিন্ন মাদক মামলায় লঘুদন্ডে দন্ডিত হয়েছিলেন।