রাশিয়ার তেল কিনে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছে ভারত

116

সমুদ্রপথে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করে তা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করছে ভারত। রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোথা থেকে জ্বালানি তেল আনা হয়েছে তা গোপন করছে নয়া দিল্লি। শনিবার যুক্তরাষ্ট্র এ অভিযোগ করেছে।

যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়টি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্রা।

মাইকেল পাত্র জানিয়েছেন, মার্কিন ট্রেজারি দপ্তর ভারতকে জানিয়েছে, গভীর সমুদ্রে ভারতীয় জাহাজ রাশিয়ার ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল পশ্চিম উপকূলের গুজরাট বন্দরে নিয়ে যাচ্ছে। সেখানে তেল পরিশোধনের পর তা নিউ ইয়র্কের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেল আবার সেই জাহাজে করে গন্তব্য ছাড়াই রওনা দেয় এবং মধ্য সমুদ্র থেকে কোনওভাবে নিউ ইয়র্কে পৌঁছাচ্ছে।’