রাশিয়াকে বৈঠকের প্রস্তাব তবে আছে শর্তও

107

ইউক্রেন সংকট নিয়ে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। তবে বৈঠকের আগেই শর্ত জুড়ে দিয়েছেন ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ইউক্রেনে হামলা হলে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে না। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রই প্রথম এ সাক্ষাতের প্রস্তাব করেছে। কারণ, আমরা বিশ্বাস করি, ইউক্রেন নিয়ে যে সংকট চলছে, কূটনীতি ও আলোচনার মাধ্যমে তার দায়িত্বশীল সমাধান বের হতে পারে।