রাশিয়ার ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

86

ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। শুক্রবার দেশটি একটি বর্ধিত তালিকা ঘোষণা করেছে যেখানে জাপান রাশিয়াতে বৈদ্যুতিক যানবাহন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। খবর আল-জাজিরার।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরপর থেকে রাশিয়ার ওপর অনেক দেশই নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সম্প্রতি কিয়েভ এবং তার মিত্রদের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সতর্কবার্তা আসছে।

সেই ধারাবাহিকতায় টোকিও ইতিমধ্যেই রাশিয়ান ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ রেখেছে এবং রুশ সম্পর্কিত সংস্থাগুলোতে পণ্য রপ্তানির পাশাপাশি নির্মাণ ও প্রকৌশল পরিষেবা রপ্তানিও নিষিদ্ধ করেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৫০০ দিনের বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত সংঘাত বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।