রাশিয়ার উপকূলে ভূমিকম্প, কয়েক দেশে সুনামির সতর্কতা

৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭৮ মাইল (১২৬ কিলোমিটার) দূরে, ভুগর্ভের ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরে ভূমিকম্পের মাত্রা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়। রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে ৩-৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল। ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তাস নিউজ এজেন্সি। এদিকে ভূমিকম্পের পরপর সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়ায়।