রাশমিকা বা ওর বাবারও সমস্যা নেই, আপনাদের সমস্যা কোথায়


ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলিউড সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন ২৮ বছর বয়সি এই অভিনেত্রী। এবার ৩১ বছরের বড় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘অ্যানিমেল’খ্যাত এই তারকা। পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করেছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নেট দুনিয়ায় চর্চা চলছে। অবশেষে এ নিয়ে কড়া জবাব দিলেন সালমান খান। সালমান খান বলেন, “আমার আর রাশমিকার ৩১ বছর বয়সের ব্যবধান, লোকজন তা নিয়ে কথা বলতে ব্যস্ত। এটা নিয়ে রাশমিকার কোনো সমস্যা নেই, ওর বাবারও কোনো সমস্যা নেই, তাহলে আপনাদের সমস্যা কোথায় ভাই? রাশমিকার যখন বিয়ে হবে, ওর মেয়ে হবে, আমি তখন ওর মেয়ের সঙ্গেও অভিনয় করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।” গতকাল মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ সিনেমার ট্রেইলার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান-রাশমিকা। সেই মঞ্চে কথাগুলো বলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান। কথা বলার সময়ে তাকে বেশ রাগান্বিত দেখায়, যার ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।