রানীদের হার দাবা অলিম্পিয়াডে, জিয়াদের ড্র

215

দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগের চতুর্থ রাউন্ডে আলজেরিয়ার সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে মেয়েদের বিভাগে এস্তোনিয়ার কাছে হেরেছে দল।
জর্জিয়ার বাতুমিতে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে ২-২ পয়েন্টে ড্র করে ছেলেরা। তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়াউর রহমান জিতেছেন; মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ড্র করেছেন; হেরেছেন এনামুল হোসেন রাজীব। উন্মুক্ত বিভাগে বাংলাদেশের আরেক প্রতিযোগী ফিদে মাস্টার ফাহাদ রহমান ড্র করেন। চার ম্যাচে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে ৫৯তম স্থানে আছে বাংলাদেশ। মহিলা বিভাগে এস্তোনিয়ার কাছে ৩.৫-০.৫ ব্যবধানে হারে বাংলাদেশ। দলের হয়ে খেলা দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার হেরেছেন। দুই মহিলা ফিদে মাস্টারের মধ্যে তনিমা পারভীন হেরেছেন; শারমিন সুলতানা শিরিন ড্র করেছেন। এই বিভাগে সাড়ে ৯ পয়েন্ট নিয়ে ৫৭তম স্থানে আছে বাংলাদেশ।