রাত পোহালে রহনপুর পৌর নির্বাচন

94

রাত পোহালে তৃতীয় ধাপের রহনপুর পৌরসভার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রহনপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ১১ টি ভোট কেন্দ্রে ৭৬টি বুথে ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১’শ ৫২ পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবে। এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১’শ ৮৪ জন ও নারী ভোটার ১৩ হাজার ৯’শ ১৩ জন।
আজ দুপুরে নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচনী সামগ্রী প্রদান করা হয়েছে। বিকেল পর্যন্ত নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যান তারা। আগামীকাল সকালে ভোট গ্রহণের আগে নির্বাচনী কর্মকর্তাদের হাতে ব্যালেট পেপার দেয়া হবে বলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য জানান। ভোট হবে ব্যালেট পেপারে। তিনি আরো জানান, কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলোতে কাজ করবে।