রাত পোহালেই আইপিএলের মেগা নিলাম

124

কোনো প্রতিযোগিতার পর্দা নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলোয়াড় কেনাকাটা হবে। আগামীকাল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের নিলাম, যাকে বলা হচ্ছে মেগা নিলাম। ব্যাটে-বলে লড়াই না হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে, কারণ আইপিএলে খেলোয়াড় কেনাকাটার লড়াইটাই এক ধরনের প্রতিযোগিতা। এবারের নিলামে যুক্ত হচ্ছে আরো দুটি দল- গুজরাট টাইটান্স ও লক্ষেœৗ সুপার জায়ান্টস। কারণ এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা ৮টি থেকে বেড়ে ১০। ৫৯০ ক্রিকেটারের আইপিএলে খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে ২ দিনের এই বিকিকিনির বাজারে। ৭টি দেশের ২২৮ ক্যাপড ও ৩৫৫ জন আনক্যাপড খেলোয়াড় হ্যামারের তলে পড়বেন। ৩৭০ জন ভারতীয় ও ২২০ জন বিদেশি। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো ৩৩ জন খেলোয়াড়কে রিটেইন করেছে কিংবা পিক করে রেখেছে। সংক্ষিপ্ত তালিকা থেকে আর ২১৭ জন খেলোয়াড় কিনতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি।