রাণীহাটি ইউপির বাজেট ঘোষণা

সদর উপজেলার ৬নং রাণীহাটি ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল রহমান। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৫৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৫৪ টাকা । বাজেটে উদ্বৃত্ত হিসেবে ১১ লাখ ৪৫ হাজার ৮০০টাকা দেখানো হয়েছে। এ সময় স্থানীয় শিক্ষক, ইমাম, রাজনৈতিক ও গণ্যমান্যসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।