রাজশাহী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

318

চট্টগ্রামে যাত্রীবেশে বিমানে উঠে যাত্রীদের জিম্মি চেষ্টার পর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহমতুল্লাহ আলাহে) বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, গতকাল ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টার পর বাংলাদেশ সিভিল এভিয়েশন রাজশাহী বিমানবন্দরেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। তাই আজ সকাল থেকেই নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদেরও ভালোভাবে তল্লাশি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার মনে হয় অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে রাজশাহীতেই নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি। তারপরেও সকালে পুলিশ, জেলা প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কোথাও কোনো ঘাটতি থাকলে তারা সেগুলো পূরণ করার উপায় নির্ধারণ করেছেন।