রাজশাহী-ঢাকা রুটে আগাম টিকিট বিক্রি ফের শুরু

235

টানা দুইদিন বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনের আগাম টিকেট বিক্রি ফের শুরু হয়েছে। শনিবার বিকাল থেকে পাওয়া যাচ্ছে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের আগাম টিকিট। এছাড়া মিলছে আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেসের টিকেটও। তবে এখন পর্যন্ত আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের আগাম টিকিট ছাড়া হয়নি। আর রবিবার সকাল থেকে ধূমকেতু ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, গত দু’দিন থেকে আগাম টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে শনিবার বিকাল থেকে  আন্তঃনগর ট্রেন বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়েছে। সন্ধ্যায় শুরু হয় পদ্মা এক্সপ্রেসের টিকিট বিক্রি। রবিবার ধূমকেতু এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরু হয়। তিনি আরও বলেন, ১ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন আসছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলের ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী প্রতিটি আন্তঃনগর ট্রেনের নতুন করে আসন বিন্যাস করা হয়েছে। পরিবর্তন হচ্ছে বিভিন্ন ট্রেনের র‌্যাক। এজন্য এই দু’দিন সাময়িকভাবে আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল। আসন বিন্যাস চূড়ান্ত হওয়ায় আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে বলেও জানান এই রেলওয়ে কর্মকর্তা।